Blood Donors' In Gaibandha
Blood Donors' In Gaibandha
এতদ্বারা ব্লাড ডোনারস ইন গাইবান্ধা–এর সকল ভলান্টিয়ার, রোগী এবং পরিচালনা পর্ষদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাইবান্ধা এবং আশেপাশের এলাকা থেকে আগত ডোনারদের যাতায়াত ভাতা সর্বোচ্চ ২০০ টাকা (দূরত্ব অনুযায়ী নির্ধারিত) এবং ভলান্টিয়ারদের যাতায়াত ভাড়া সর্বোচ্চ ৫০ টাকা প্রদান করা যাবে। এ ছাড়া অন্য কোনো ধরনের টাকার লেনদেন সম্পূর্ণভাবে ব্লাড ডোনারস ইন গাইবান্ধা–এর নিয়ম ও নীতিমালার পরিপন্থী।সুতরাং উক্ত ভাতা ব্যতীত অন্য কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো
একজন প্রকৃত রক্তদাতা কখনই আপনার থেকে কোন টাকার দাবি করবে না, তাই কোন অবস্থাতেই কারো সাথে রক্তের বিনিময়ে টাকা লেনদেন করবেন না। যদি কেউ বলে যাতায়াত ভাড়া নেই আমাকে বিকাশ করুন এগুলো প্রতারণার ফাঁদ, প্রতারকদের এড়িয়ে চলুন।
আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব, যদি রক্তদাতা খুঁজে না পাই বা আপনি যদি কারো সাথে কোন প্রকার অর্থের লেনদেন করে থাকেন এজন্য ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা কতৃপক্ষ দায়ী কোনভাবেই থাকিবে না।
video gallery
আসুন জেনে নেই, কেন রক্তদান করবেন?
রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি?