২০২০ সালের ১৪ই এপ্রিল যাত্রা শুরু করে, হাজারো বাঁধা বিপত্তিকে পাড়ি দিয়ে আজ ১১ই নভেম্বর ২০২৫ ইং তারিখে ৪৬০০ ব্যাগ রক্তদান সম্পূর্ণ করল Blood Donors' In Gaibandha(BDG) ( ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা )
ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা রক্তদান সহ অন্যান্য সামাজিক উন্নয়ন মূলক কাজের মধ্যে দিয়ে গাইবান্ধার মানুষের আস্থার এক অনন্য জায়গা দখল করে নিয়েছে। এর পেছনে ছিলো শত শত স্বেচ্ছায় রক্তদাতা এবং ভলান্টিয়ারদের অক্লান্ত পরিশ্রম। তাদের ঋণ হয়তো কখনো শোধ হবার নয়।
Blood Donors in Gaibandha গাইবান্ধার মানুষের একটি মূল্যবান সম্পদ, এই সম্পদ রক্ষা করার দায়িত্ব গাইবান্ধার প্রতিটি নাগরিকের। সকলের জন্য ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা এর সাহায্যের রাস্তা সবসময় খোলা, তাই আসুন সকলের সহযোগিতায় এই প্লাটফর্মটিকে আরও এগিয়ে নিয়ে যাই।
ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা এর পক্ষ থেকে, নিজস্ব অর্থায়নে ২৮-০৮-২০২১ ইং শুক্রবার বৃক্ষরোপন করা হয়েছে। গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় হইতে জেলা বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে ৪ লেন রাস্তার বিভাজনে ৭২টি, দেবদারু, জয়তুন, বকুল, রঙ্গন, ঝাউ, টগরের গাছ রোপণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানেব্লাড ডোনার'স ইন গাইবান্ধা এর ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা এর পক্ষ থেকে, নিজস্ব অর্থায়নে ২৮-০৮-২০২১ ইং শুক্রবার বৃক্ষরোপন করা হয়েছে। গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় হইতে জেলা বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে ৪ লেন রাস্তার বিভাজনে ৭২টি, দেবদারু, জয়তুন, বকুল, রঙ্গন, ঝাউ, টগরের গাছ রোপণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা এর ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
ডোনার'স ইন গাইবান্ধা এর আযোজনে প্রথম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যম্পেইন সম্পূর্ণ হয়েছে। স্থানঃ পশ্চিম কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ড, খোলাহাটী ইউনিয়ন , গাইবান্ধা সদর, গাইবান্ধা। এ সময় উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ এলাকার লোকজনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়। সেই সাথে রক্ত দানে উৎসাহিত করা হয়৷
উক্ত অনুষ্ঠানে ব্লাড গ্রুপ নির্ণয় করেন মোছাঃ রোকসানা আক্তার রিমু, মোঃ আপেল মাহমুদ এবং এ.কে.এম শাফিউল বরাত সাকিব।
সাবিক সহোযোগিতায় ছিলেন মোঃ আনিসুল ইসলাম আনিস, মোঃ আরাফাতুল্লা হাসান, মোঃ আতিক শাহরিয়ার শান্ত, মোঃআতিকুর রহমান আতিক, মোছাঃ রুপান্জেল তানহা জুই, মোছাঃ তমা ইসলাম, মোঃ রুহুল ইসলাম, মোঃ ইব্রাহিম সরকার নিরব, মোঃ আতোয়ার রহমান, মোঃ মেহেদী হাসান জীবন, তন্ময় সিনহা সহ আরও অনেকে। মোঃ সুজা সরকার ,সমাজ সেবক, আরকান, তুহিন
৫ নং ওয়াড পশ্চিম কোমরনই (কদমতলা)খোলাহাটী ইউনিয়ন , গাইবান্ধা
৩ আগষ্ট ২০২১
৩ আগষ্ট ২০২১ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায়, ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা কর্তৃক আয়োজিত ছোট গল্প লেখা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, নিজ অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে সোহাগ প্রধান, ২য় স্থান অধিকার করেছেন মোছাঃ সুমনা জান্নাত এবং ৩য় স্থান অধিকার করেছেন উম্মে হাবিবা ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ডোনারস ইন গাইবান্ধার লাইফ টাইম মেম্বারগণ, জনাব আসাদুজ্জামান সরকার মিলন , চেয়ারম্যান নিরাপদ যানবাহন চাই গাইবান্ধা শাখা, জনাব আপন কুমার বর্মন, বিথীকা ডেন্টাল কমপ্লেক্স, গোরস্থানপাড়া, গাইবান্ধা এবং জনাব নুরুল ইসলাম, পালস্ মেডিসিন কর্ণার, মাষ্টার পাড়া গাইবান্ধা ।
কোরআন তেলাওয়াত করেছেন মোঃ ইব্রাহিম সরকার । শপথ বাক্য পাঠ করেছেন রবিউল ইসলাম। সভাপতিত্ব করেছেন মোঃ আরাফাতুল্লা হাসান, পরিচালক ব্লাড ডোনারস ইন গাইবান্ধা। সার্বিক সহযোগিতায় সাকিব , আতিক শাহরিয়ার শান্ত , আনিসুল ইসলাম আনিস , আবু সাকিব তানভীর , মোঃ রুহুল ইসলাম সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে পুরষ্কার বিতরণের পাশাপাশি আমাদের আগামীর কার্যক্রসমূহ সম্পর্কে আলোচনা করা হয় ও সকলের সাথে মতবিনিময় করা হয়। পরিশেষে গ্রুপ ছবি তোলার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান, এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা পাবলিক লাইব্রেরীতে, গতকাল ০৫-০৩-২০২১ শুক্রবার বিকাল ৩ টায় মতবিনিময় সভা ও টি শার্ট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্মানিত সম্পাদক হারুনুর রশিদ বাদল,গাইবান্ধা টিভির চেয়ারম্যান আরিফুল ইসলাম,এডভোকেট সালাউদ্দিন কাসেম,জেটিভির জেলা প্রতিনিধি আখতার হোসেন খান ওপেল।
এই টা ছিল ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা এর প্রথম অনুষ্ঠান, তাই হয়ত কিছু ভুল ত্রুটি হয়েছে। আমাদের ইচ্ছে ছিল সবার সাথে মত বিনিময় করব কিন্তু সময় সল্পতার কারণে তা করে উঠতে পারি নি। আমাদের ভুল ত্রুটি গুলো ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা এগুলো এড়িয়ে চলতে চেষ্টা করব।